মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার কাতার গেছেন। ইসরাইলি হামলার পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি যৌথ নিরাপত্তা চুক্তি হওয়ার পরপর দোহায় পা রাখলেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দোহায় রওনা দেয়ার আগে রুবিও সাংবাদিকদের বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকরে গঠনমূলক ভূমিকা রাখতে কাতারকে তিনি আহ্বান জানাবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত সপ্তাহের ঘটনার (ইসরাইলি হামলা) পর তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, যে তারা গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে থাকবে কিনা। তবে বিশ্বে যদি কোন দেশ পারে, তবে সেটি অবশ্যই কাতার।
সতর্ক করে মার্কো রুবিও বলেন, যুদ্ধবিরতি চুক্তি করার সময় দ্রুত ফুরিয়ে আসছে। কেননা, ইসরাইল গাজার আরও গভীরে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। অতএব, খুব তাড়াতাড়ি সব কিছু করতে হবে।
কাতার সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া দেশ দুটির মধ্যে নতুন সামরিক চুক্তি হতে পারে।
এর আগে, সোমবার ইসরাইল সফরে যান রুবিও। সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি।
এনএস/