কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “কাতারের সার্বভৌম ভূখণ্ডে বিনা প্ররোচনায় ও অযৌক্তিক ইসরায়েলি হামলা কেবল কাতারের উপর নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার ওপর একটি সরাসরি আঘাত।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ পক্ষ থেকে আরও বলা হয়, ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এটি ইসরায়েলের বেপরোয়া সামরিক অভিযানেরই ধারাবাহিকতা, যা জাতিসংঘের প্রস্তাবসমূহকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে আসছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ এই হামলাকে ইসরায়েলের বেপরোয়া ও দায়মুক্ত অভিযান হিসেবে দেখে, যারা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের প্রস্তাবগুলোকে বারবার অগ্রাহ্য করছে। আমাদের অবশ্যই সম্মিলিতভাবে এই বর্বরতা বন্ধে সোচ্চার হতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে।”
এই জরুরি সম্মেলনের আয়োজন করে কাতার সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত তাদের বক্তব্যে মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং শান্তি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে ২৪টি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন। বাকি দেশগুলোর প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তারা। সবাই একক কণ্ঠে দোহায় ইসরায়েলি হামলা এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়ের তীব্র নিন্দা জানান।
বিশ্বনেতারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের দাবি তোলেন।
তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপের আহ্বান জানান, যাতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে জবাবদিহি নিশ্চিত করা যায়।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।
এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।
গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই হামলা কাতারসহ গোটা মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরিস্থিতির অবনতি ঠেকাতে ও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারে জরুরি ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন করে কাতার সরকার।
এসি//