আন্তর্জাতিক

কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরব টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এসব মৃত্যুদণ্ড কার্যকর হয়। খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হয়েছিলেন। মাদক পাচারের অপরাধে দণ্ডিত হয়েছিলেন আরও দুই বিদেশি। একটি মামলায় ব্লাড মানি হিসাবে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার পরিশোধে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর  পারিবারিক প্যারডন পান একজন আসামী।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েত, ইরান ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের পরিচয় প্রকাশ করেনি কুয়েত সরকার। 

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্যপ্রাচ্য #কুয়েত