জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকালে সিনেট ভবনে ভোট গণনার সময় দরজার সামনে পড়ে গেলে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যু সংবাদে পুরো ক্যাম্পাসে শোকের আবহ নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, জান্নাতুল ফেরদৌস অন্যান্য সহকর্মীদের নিয়ে ভোট গণনাকেন্দ্রে যান। কিন্তু সিনেট হলের দরজার সামনে পৌঁছানোর পরই তিনি পড়ে যান।
এমএ//