ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচন উপলক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও রাতে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দেয়। ছাত্রদলসহ কয়েকটি সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তোলে।
এমএ//