পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রদেশের বাজাউর জেলার খার তহসিলে কাউসার ক্রিকেট গ্রাউন্ডে ঘটা এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
শনিবার (০৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
বাজাউর জেলা পুলিশের বরাতে ডন জানায়, হামলাটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের (আইডি) মাধ্যমে করা হয়। পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় হামলা করে সন্ত্রাসীরা। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়, সন্ত্রাসীরা আরও একটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় আক্রমণ চালায়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। আহতদের তাৎক্ষণিকভাবে খারের জেলা সদর দপ্তর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অপারেশন সারবাকাফের শুরু করে নিরাপত্তা বাহিনী।
এরই ধারাবাহিকতায় পাল্টা প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে বলে ধারণা করেছে দেশটির পুলিশ কর্মকর্তারা।
এমএ//