বলিউডের আলোচিত তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি চলতি বছরের জুলাই মাসে প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। কিয়ারা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তাদের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এই খুশির খবরটি সারা বিশ্বকে জানিয়ে দিয়েও তারা বিশেষ অনুরোধ করেছিলেন যে, তাদের মেয়ের কোনও ছবি যেন প্রকাশিত না হয়।
তবে, তাদের এই অনুরোধ সত্ত্বেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে তাদের কন্যার কোলে নেওয়ার কিছু ছবি। প্রথম দিকে, অনেকেই এগুলোকে আসল ছবি মনে করেছিলেন, কিন্তু পরে জানা যায় যে ছবিগুলো ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পাদিত ভুয়া ছবি। ছবির সত্যতা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে, যা এক নতুন প্রশ্নের জন্ম দেয়: "সন্তানের গোপনীয়তা রক্ষায় তারকারা কতটা সফল?"
এটি কেবল সিদ্ধার্থ ও কিয়ারার সমস্যা নয়, বলিউডের অন্যান্য তারকা দম্পতিরাও সন্তানের ছবি প্রকাশের ক্ষেত্রে একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। আনুশকা শর্মা, রণবীর কাপুর, আলিয়া ভাট, রানি মুখার্জি তাদেরও সন্তানদের গোপনীয়তা রক্ষার জন্য মিডিয়ার কাছে অনুরোধ রয়েছে।
মাঝেমধ্যে মিডিয়া ও পাপারাজ্জির অতিরিক্ত নজর তারকাদের ব্যক্তিগত জীবনকে চাপের মধ্যে ফেলতে পারে। তারকারা তাদের সন্তানদের নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে কতটা নিরাপদ থাকতে পারবেন, এই প্রশ্নটি সবার সামনে এসেছে।
এটা কোনও একক ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি সামাজিক দায়িত্বও বটে। যখন মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া তারকাদের জীবনের খুঁটিনাটি তুলে ধরতে থাকে, তখন তাদের সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করা কতটা সম্ভব? সিদ্ধার্থ ও কিয়ারার মতো তারকাদের একমাত্র চাওয়া, তাদের সন্তান যেন মিডিয়ার নজর থেকে মুক্ত থাকে এবং কোনও ভুল তথ্য বা বিভ্রান্তি তৈরি না হয়।
এসকে//