বিনোদন

‘রাহুল-টিনা’ কামব্যাক, নতুন রিলে ফিরল পুরনো জাদু

বিনোদন ডেস্ক

দীর্ঘ ১০ বছর পর বলিউডের রোমান্টিক জুটি শাহরুখ খান ও রানি মুখার্জি আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন। আর এই বিশেষ মুহূর্তটি আসলেই মুগ্ধকর। কারণ শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। আর তার পরিচালনায় প্রথম সিনেমার গান ‘পেহলি তু আখেরি’ তে দেখা গেছে তাদের।

ভিডিওতে দেখা যায়, শাহরুখ হাতে স্লিং নিয়েও দুর্দান্ত নাচ করেছেন আর রানি তার সঙ্গে সাদামাটা শার্ট ও নীল ডেনিমে ঝলমলে উপস্থিতি দেখিয়েছেন।

শাহরুখ ইনস্টাগ্রামে পোস্টে লিখেছেন, “ন্যাশনাল অ্যাওয়ার্ড আর আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে পূরণ।” এ বছরই শাহরুখ খান প্রথমবারের মতো ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন এবং রানি মুখার্জিও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন।

ভিডিওটি প্রকাশের পর ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কেউ লিখেছেন, “প্যারালাল ইউনিভার্সে রাহুল আর টিনা।” আরেকজন মন্তব্য করেছেন, “রাহুল-টিনার কামব্যাক!”

সূত্র: বলিউড বাবল

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #রানি মুখার্জি #শাহরুখ খান