আন্তর্জাতিক

সুদানে ভূমিধসে নিহত গ্রামের এক হাজার মানুষ, জীবিত মাত্র এক জন

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেঁচে আছেন গ্রামটির মাত্র একজন বাসিন্দা।

গতকাল সোমবার দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্ট এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, বেশ কয়েক দিন তুমুল বর্ষণের পর গত ৩১ আগস্ট ওই ভূমিধস হয়।

 দারফুরের নিয়ন্ত্রণ রয়েছে সুদান লিবারেশন মুভমেন্টের কাছে। ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা।

সুদানের সেনাবাহিনী ও প্যারমিলিটারি র্যা পিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুস্কর।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিধসের #মৃত্যু