বিনোদন

চবি শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বশক্তি প্রয়োগ করুন : আশফাক নিপুন

বিনোদন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন উপ-উপাচার্য, প্রক্টর এবং নিরাপত্তা শাখার একাধিক সদস্য। এই সহিংসতায় দেশের বিভিন্ন স্তরের মানুষ সাধারণ নাগরিক থেকে সাংবাদিক, সমাজকর্মী ও চলচ্চিত্র নির্মাতারা উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (৩১ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। 

তিনি লেখেন, “শিক্ষার্থীদের রামদা ও চাপাতিধারীদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনকে সরাসরি ঘটনাস্থলে যেতে হবে। কেবল স্বরাষ্ট্র সচিবালয়ে বসে প্রেস ব্রিফিং করার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না।”

এর আগেও দেশের গুরুত্বপূর্ণ ঘটনার প্রতি সোচ্চার হয়েছেন তিনি। চলতি বছরের জুলাইয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। সেই সময়ও তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ হামলা #শিক্ষার্থী আহত #আশফাক নিপুন