দুই দিনে ঢাকায় কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। গতকালে ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি হলে ফাটল দেখা দিয়েছে। এ পরিস্থিতি আগামীকাল রোববার ঢাবি ও জগন্নাথ বিশব্বিদায়লয়ের (জবি) সব ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভূমিকম্পজনিত কারণে কিছু শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসিকে এই ব্যাপারে তিনি জানিয়েছেন। দ্রুতই অফিসিয়াল ঘোষণা আসবে।
ডাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ জানিয়েছেন, সন্ধ্যায় হওয়া ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থীসহ সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস পরীক্ষা আগামীকাল রোববার বন্ধ রাখছেন। এটা শুধু কালকের জন্য। তবে আগামীকাল সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও জকসুর নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে।
আই/এ