রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রোববার (৩১ আগস্ট) দিনভর অস্থির পরিস্থিতি বিরাজ করেছে। সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র আকার নেয়।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা সকাল ১০টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এতে মনোনয়ন ফরম সংগ্রহে আসা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা কার্যালয় কার্যক্রম বন্ধ থাকার পর শিক্ষার্থীরা একজোট হয়ে তালা ভেঙে অফিস খুলে দেয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী ফরম নিতে গেলে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে হাতাহাতিও ঘটে।
অবশেষে দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশন স্থগিত থাকা মনোনয়নপত্র বিতরণ পুনরায় শুরু করে। এতে সাধারণ শিক্ষার্থী, প্যানেল ও সাবেক সমন্বয়করা ভিড় জমান।
রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান জানান, যাদের মনোনয়নপত্র নেওয়ার ইচ্ছা আছে, তাদের আজকেই ফরম সংগ্রহ করতে হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সম্ভব নয়। এ বিষয়ে কমিশনও পরিষ্কার সিদ্ধান্ত জানিয়েছে।
এমএ//