দেশজুড়ে

বৃদ্ধা মাকে নির্মমভাবে পেটাল পুত্রবধূ ও ছেলে, গ্রেপ্তার ৫

তালুকদার রাসেল, পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে পিটিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র জনরোষ তৈরি হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মালেকা খাতুন নামের বৃদ্ধাকে প্রথমে তার পুত্রবধূ সোনালী খাতুন মারধর করছেন। একপর্যায়ে তার ছেলে নজরুল ইসলাম গলা চেপে ধরে মাকে উঁচু করে তুলে মাটিতে আছাড় দেন। বৃদ্ধা চিৎকার করে কাঁদতে থাকলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।

ঘটনার ভিডিও ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান সম্পন্ন করে।

আটককৃতরা হলেন—সোনালী খাতুন (৩৫), নজরুল ইসলাম (৪০), মো. টিপু, মো. মিনার হোসেন, মুর্শিদা খাতুন ও ফরিদা পারভীন। এদের মধ্যে সোনালীর ভাই মনিরুজ্জামান (৩০) এবং বোন ফরিদা পারভীন (৩৫) ঘটনার দিন দুপুরে বৃদ্ধার বাড়িতে গিয়ে হুমকি দেয়ায় স্থানীয়রা তাদেরও আটক করে পুলিশের হাতে তুলে দেন।

রোববার (৩১ আগস্ট) বৃদ্ধা মালেকা খাতুনের মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ‘ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয়। স্থানীয়দের উত্তেজনা ও জনরোষের কারণে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #বৃদ্ধা মা #নির্যাতন