ক্যাম্পাস

আবারও চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১৫

ছবি: সংগৃহীত

আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রক্টরসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর তিন দিক থেকে স্থানীয়রা আক্রমণ করেছে বলে জানা গেছে।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এক নারী শিক্ষার্থী নিজের ভাড়া ফ্ল্যাটে ঢোকার সময় বাসার দারোয়ান তাকে মারধর করেন। আশেপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে দারোয়ান পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও স্থানীয়দের জড়ো করা হয় এবং তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। রাতভর সংঘর্ষে বহু শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে রাত ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চবি #সংঘর্ষ