বিনোদন

বাগদানের ঘোষণা দুবাই প্রিন্সেস শেখ মাহরা-ফ্রেঞ্চ মনটানার

বিনোদন ডেস্ক

দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা এবং আন্তর্জাতিক র‌্যাপার ফ্রেঞ্চ মনটানা এখন আনুষ্ঠানিকভাবে বাগদান করেছেন। ৩১ বছর বয়সী মাহরা এবং ৪০ বছর বয়সী মনটানা, যারা গত কয়েক বছর ধরে একে অপরকে সঙ্গে সময় কাটাচ্ছেন। এবার তাদের সম্পর্ককে নতুনভাবে ঘোষণা করেছেন। 

প্রথমবার এই সম্পর্কের খবর আসে ২০২৪ সালের শেষের দিকে যখন দুজনকে একসাথে শহর ভ্রমণ করতে দেখা যায়। দুবাইতে মাহরা নিজ হাতে মনটানাকে শহরের জনপ্রিয় স্থানগুলো দেখান এবং সেই সময়ের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরপর তারা একসাথে মরক্কো ও দুবাই ঘুরে বেড়ান।  অভিজাত রেস্তোরাঁয় খেতে যান, মসজিদ পরিদর্শন করেন এবং প্যারিসের ‘পন্ট দেস আর্টস’ ব্রিজে হাঁটাহাঁটিও করেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন জানিয়েছে, প্যারিস ফ্যাশন উইকের সময় মনটানা সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন। এরপর দুজন বিভিন্ন ফ্যাশন ইভেন্টে হাত ধরে উপস্থিত হন যা তাদের রোমান্টিক জুটি হিসেবে ভক্তদের নজর কাড়ে।

তবে মাহরার ব্যক্তিগত জীবন সবসময় সরল ছিল না। তিনি একসময় শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২৩ সালে তাদের বিবাহ সম্পন্ন হলেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 

মাহরা ইনস্টাগ্রামে লিখেছিলেন, স্বামীর অবিশ্বাসের কারণে তিনি তাদের সম্পর্ক শেষ করছেন এবং তিনবারের মতো ‘তালাক’ ঘোষণা করেছিলেন।

বিবাহবিচ্ছেদের পর মাহরা নিজের পারফিউম লাইন ‘ডিভোর্স’ চালু করেন যা তার ব্র্যান্ড ‘মাহরা এম১’ এর অংশ। শিক্ষার দিক থেকেও মাহরা সমানভাবে পারদর্শী। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং মোহাম্মদ বিন রাশিদ সরকারি প্রশাসন থেকে যোগ্যতা অর্জন করেছেন।

ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুশ।  শুধু তার গানের জন্য নয়, দাতব্য কাজে জন্যও পরিচিত। ‘আনফরগেট্যাবল’ এবং ‘নো স্টাইলিস্ট’ এর মতো হিট গান তার খ্যাতি বহুলাংশে বাড়িয়েছে। এছাড়া উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষার প্রকল্পে তহবিল দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশের সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন এবং তাদের ১৬ বছর বয়সী ছেলে ক্রুজ খারবুশ আছে।

এসকে//