চট্টগ্রামের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধাম ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে বারবার উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় পরিস্থিতি মোকাবেলায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর রেলভবনে সনাতন ধর্মাবলম্বীদের স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন সরকারের তিন উপদেষ্টা—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
স্রাইন কমিটির নেতারা জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দির এলাকা কেন্দ্র করে বিভিন্ন উসকানিমূলক ঘটনা ঘটছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। তাদের বক্তব্য শোনার পরপরই উপদেষ্টারা মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেন।
এ সময় মন্দিরে যাতায়াতের সিঁড়ির জীর্ণ অবস্থার কথাও তুলে ধরা হয়। দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি জানার পর উপদেষ্টা ফাওজুল কবির খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে তাৎক্ষণিক ফোন করে সিঁড়ি সংস্কারের ব্যবস্থা নিতে বলেন।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, “অন্যের ধর্মীয় স্থাপনায় আক্রমণ কখনো ধর্মীয় কাজ হতে পারে না। এটা অপরাধ। সম্প্রীতি বিনষ্টে জড়িতদের ছাড় দেওয়া হবে না।”
রেল উপদেষ্টা ফাওজুল কবির খান যোগ করেন, 'চন্দ্রনাথ মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। তাই উসকানিমূলক কোনো কার্যক্রম দেখা মাত্রই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'
এমএ//