ঢাকার আকাশ ভোর থেকে বারবার ভিজে উঠছে বৃষ্টির ফোঁটায়। মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি রাজধানীবাসীর সকালকে করেছে সিক্ত ও স্নিগ্ধ। এরই মধ্যে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, এ সময়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে শনিবার সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই অবস্থা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
এসি//