পাঞ্জাবি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জনপ্রিয় কমেডি অভিনেতা জসবিন্দর ভাল্লা আর নেই। শুক্রবার (২২ আগস্ট) সকালে ভারতের মোহালিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন জসবিন্দর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নব্বই দশকে পাঞ্জাবি কমেডি জগতে হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে জসবিন্দর ভাল্লা পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশেষ করে সামাজিক ইস্যুতে ব্যঙ্গ–বিদ্রূপ আর নিজস্ব স্টাইল তাকে দর্শকদের কাছে আলাদা আসনে বসিয়েছিল।
২০০০–এর দশকে কমেডি যখন পাঞ্জাবি বিনোদনের অন্যতম প্রধান ধারা ছিল, তখন ভাল্লা ছিলেন সেই সময়ের শীর্ষ তারকাদের একজন। ভিডিও ক্যাসেট যুগে তার অভিনীত ‘ছনকাটা’ সিরিজে চাচা ছত্রা চরিত্র ব্যাপক সাড়া ফেলেছিল।
অভিনেতা জসবিন্দর ভাল্লা সাম্প্রতিক ‘ক্যারি অন জাত্তা’ ফ্র্যাঞ্চাইজির অ্যাডভোকেট ধিলোন চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি লাভ করেন। ‘ছনকাটা’ সিরিজে চাচা ছত্রা চরিত্রে অভিনয় করেছেন। ভিডিও ক্যাসেটের সময় সিরিজটি পাঞ্জাবে সাড়া ফেলেছিল।
এদিকে ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘শিন্দা শিন্দা নো পাপা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ভাট্টি পরিচালিত ‘মহৌল থিক হ্যায়’ ও ‘জিজা জি’ সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
এমএ//