ভারতীয় মিউজিক ভিডিও মডেল এবং বিগ বস ১৩ এর তারকা শেফালি জারিওয়ালা। ২০২৩ সালের ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। তার স্মৃতিকে চিরকাল ধারণ করার জন্য স্বামী পরাগ ত্যাগী তাকে মনে রাখতেই অন্যরকম এক পদক্ষেপ নিয়েছেন।
সম্প্রতি তাদের ১৫তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে শেফালির মুখাবয়বের একটি ট্যাটু করিয়েছেন স্বামী পরাগ। যা এখন থেকে তার বুকের ওপর স্থায়ী হয়ে থাকবে।
ট্যাটু করানোর মুহূর্তটি পরাগ তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, পরাগ শান্তভাবে বসে রয়েছেন এবং ট্যাটু শিল্পী শেফালির মুখ তার বুকের ওপর আঁকছেন। ট্যাটু পুরোপুরি সম্পন্ন হওয়ার পর পরাগ তার ভক্তদের সঙ্গে ট্যাটুর ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, “এটাই আমার ১৫তম বিবাহবার্ষিকীর উপহার। সে সবসময় আমার হৃদয়ে, আমার শরীরের প্রতিটি কোষে বিরাজমান। এখন সবাই সেটি দেখতে পাবে।”

স্ত্রীর প্রিয় কুকুর সিম্বার যত্ন নেয়া থেকে শুরু করে সমাজসেবামূলক কাজের মাধ্যমে স্ত্রীর স্মৃতিকে জীবন্ত রাখছেন পরাগ। সম্প্রতি পরাগ ঘোষণা করেছেন, তিনি শেফালির দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে একটি এনজিও প্রতিষ্ঠা করবেন, যা বিশেষভাবে মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে কাজ করবে। এই এনজিওটির নাম রাখা হয়েছে "শেফালি জারিওয়ালা রিস ফাউন্ডেশন"।
পরাগ আরও জানান, শিগগিরই একটি ইউটিউব চ্যানেল চালু করবেন, যেখানে তারা জীবনের সুন্দর মুহূর্তগুলির পাশাপাশি তাদের সংগ্রামী সময়ের গল্পও শেয়ার করবেন।
এসকে//