ক্যাম্পাস

বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৪ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবং সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়েছে পড়েছেন চার শিক্ষার্থী। তারা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ ও গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন। এদের মধ্যে জাহিদ ইসলাম জয় ও মাহিদ ইসলামকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে

সোমবার (১৮ আগস্ট) বেরোবি ক্যাম্পাসের উত্তরগেটে দুপুর ১টায় পর্যন্ত অনশনের কারণে চার জন অসুস্থ হয়েছেন। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে এসেছেন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তারপরও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

উপাচার্য শওকাত আলী বলেন, ‘এটা আমরা পাবো। সামনে একটা ল মিটিং হয়ে গেলেেই রেজুলেশনটা রাষ্টপতি বরাবর পাঠানো হবে।

এদিকে অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বেরোবি