অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গেল ২৪ ঘণ্টায় ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে খাদ্য সংকটে প্রাণ হারিয়েছেন আরও সাতজন।
রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৪৪ জনে। আহত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জন। গেল একদিনে হাসপাতালে পৌঁছেছে ৪৭টি মৃতদেহ ও ২২৬ জন আহত ব্যক্তি।ধ্বংসস্তূপে আটকে থাকা অনেক হতাহতকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয় আরও জানায়, মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে ১৪ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। গেল ২৭ মে থেকে এভাবে প্রাণহানি হয়েছে ১ হাজার ৯৩৮ জনের, আহত হয়েছেন ১৪ হাজার ৪২০ জন।
চলমান অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে। গেল ২৪ ঘণ্টায় অনাহারে মারা যাওয়া ৭ জনকে নিয়ে এই কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮ জনে, যার মধ্যে ১১০ জন শিশু। এদিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরাইল এখন আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। দীর্ঘ ১৫ মাসের সংঘর্ষের পর ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ তা ভেঙে আবারও হামলা শুরু করে দেশটি।
এসকে//