হলিউড সুপারস্টার টম ক্রুজ তার "টপ গান: ম্যাভেরিক" এ অসাধারণ অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টম ক্রুজ জানিয়ে দিয়েছেন, তার ব্যস্ত সময়সূচীর কারণে তিনি ট্রাম্পের দেয়া কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ করতে পারবেন না। ২০২০ সালে যখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকা অবস্থায় যেসব ব্যক্তিত্বকে এই সম্মাননা দেয়ার কথা ছিল তাদের মধ্যে টম ক্রুজও ছিলেন। তবে সময়ের অভাবে তিনি সম্মাননা গ্রহণের প্রস্তাবটি ফিরিয়ে দেন।
১৩ আগস্ট প্রকাশিত প্রাপকদের তালিকায় টম ক্রুজ ছাড়াও গ্ল্যাম মেটাল ব্যান্ড কিস, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, কান্ট্রি সংগীতের কিংবদন্তি জর্জ স্ট্রেইট এবং গায়িকা গ্লোরিয়া গেনরের নাম অন্তর্ভুক্ত রয়েছে। চলচ্চিত্র অভিনেতা বিভাগের মধ্যে সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন এবং জন ভয়েটও এই সম্মাননা প্রাপক।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, এবারের কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠানটি তিনি নিজেই সঞ্চালনা করবেন।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
এসকে//