আন্তর্জাতিক

পুতিন নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির পরিবর্তে ‘নতুন আক্রমণাত্মক অভিযানের’ প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১১ আগস্ট) রাতে এক ভাষণে এ দাবি করেন তিনি। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাশিয়ানরা কোনো সংকেত পেয়েছে, এমন কোনো ইঙ্গিত নেই।’

জেলেনস্কি বলেন, ‘গোয়েন্দা ও সামরিক প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয় যে, পুতিন আমেরিকার সঙ্গে বৈঠককে কেবল তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে এবং তারপরে আগের মতোই ইউক্রেনের ওপর একই চাপ প্রয়োগ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়া শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত নেই।’

 

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জেলেনস্কি #পুতিন