সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরে একমাত্র সন্তান আয়াশকে সারপ্রাইজ দিতে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। তবে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটিতে দেখা যায়, অপূর্ব তার গভীর ঘুমে থাকা সন্তান আয়াশকে চমকে দিয়ে তাকে জড়িয়ে ধরেন। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে তার চোখে আনন্দের জল চলে আসে। যা এক আবেগপূর্ণ মুহূর্ত ছিল। তবে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নেতিবাচক আলোচনা শুরু হয় যা নিয়ে অপূর্ব ক্ষোভ প্রকাশ করেছেন।
একটি ফেসবুক পোস্টে অপূর্ব লিখেছেন, "কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও নেই।" তিনি আরও বলেন, "সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়ে আজেবাজে মন্তব্য করা অত্যন্ত অমানবিক এবং লজ্জাজনক।"

অপূর্ব স্পষ্টভাবে জানান, যারা এই ধরনের নোংরা মন্তব্য করেন, তাদের কোনও উপদেশ দেওয়া ফলপ্রসূ হবে না। কারণ "যারা সন্তানকে ভালোবাসে, তাদের সন্তানের প্রতি ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় অঙ্গ।"
অপূর্ব বলেন, "যারা অন্যের সন্তানের জীবন নিয়ে ভুল মন্তব্য করেন, তারা অবশ্যই সঠিক তথ্য জানার চেষ্টা করুন। কারণ কোনও সন্তানের জীবন কখনও অন্যদের বিনোদনের ‘আইটেম’ হতে পারে না।" তিনি আরও জানান, কিছু ভুঁইফোড় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের মুখোমুখি করা হবে।
এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও এই ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি তার পোস্টে বলেন, "আমার ছেলে সবসময় আমার কাছে থাকে এবং তাকে যথাযথ ভালোবাসা ও যত্ন দেয়া হয়।" তিনি আরও জানান, "আয়াশ নিয়মিত তার বাবার সঙ্গে দেখা করে এবং তার সুখ আমাদের সবার অগ্রাধিকার।"
এসকে//