আগামী ১৪ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’। মুক্তির আগেই ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় সরগরম এই চলচ্চিত্রটি। লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’র অগ্রিম টিকিট বিক্রি আন্তর্জাতিকভাবে শুরু হতেই গড়েছে নতুন রেকর্ড।

এদিকে একই দিনে মুক্তি পাচ্ছে অয়ন মুখার্জির হিট ছবি ‘ওয়ার ২’। দুটো ছবিই তারকাবহুল ও অপেক্ষাকৃত আলোচিত হওয়ায় বক্স অফিসে তাদের প্রতিযোগিতা শুরুর আগে থেকেই উত্তেজনা তৈরি হয়েছে। তবে অগ্রিম টিকিট বিক্রির দিক দিয়ে রজনীকান্তের ‘কুলি’ অনেকটাই এগিয়ে রয়েছে।

উত্তর আমেরিকায় শুক্রবার পর্যন্ত ‘কুলি’র প্রায় ১৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। তামিলনাড়ুতে সীমিতভাবে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রিতে আধা ঘণ্টার মধ্যে প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

ধারণা করা হচ্ছে মুক্তির প্রথম দিনে ‘কুলি’ বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির মতো আয় করতে পারে। ছবিতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র ও শ্রুতি হাসান।

অন্যদিকে, ‘ওয়ার ২’র টিকিট বিক্রি এখনও তুলনামূলক কম। উত্তর আমেরিকায় শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিন কোটি রুপি মূল্যের টিকিট। ভারতে টিকিট বিক্রি আগামীকাল থেকে শুরু হবে। ওয়ার ২’র প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদ্ভানি।
এমএ//