আন্তর্জাতিক

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় দাতব্য চিকিৎসা সংস্থার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। দেশটির রাজধানী নাইরোবির এক আবাসিক ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিমানটি বৃহস্পতিবার বিকেলে উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের পরই বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে অ্যামেরফ এর কর্মী ও ক্রু সদস্যসহ মোট চারজন ছিলেন।

নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা বলেছেন, বিমানটির পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানে থাকা চার ব্যক্তি ও বিমানের থাকা দুই ব্যক্তিসহ মোট ছয় জনের মৃত্যু হয়।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, টেকঅফের তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কেনিয়ায় #বিমান #বিধ্বস্ত #নিহত #৬