লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার (০৫ আগস্ট) টেলিভিশন ভাষণে তিনি এই হুশিয়ারী জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিন উপলক্ষে এই ভাষণ দেন তিনি।
এসময় জেনারেল ইজাদিকে ‘ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ’ হিসেবে বর্ণনা করেন এই হিজবুল্লাহ নেতা।
নাঈম কাসেম বলেন, প্রতিরোধ শক্তি সংগঠিত, সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত আছে লেবানন। অস্ত্র সমর্পণের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই চাপ লেবাননের স্বার্থে নয়। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহ চায় দ্রুত তদন্ত শেষ হোক। দোষীদের শাস্তি হোক।
এসময় মার্কিন দূত টম ব্যারাকের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। লেবাননের প্রতিরক্ষার প্রয়োজনীয়তা উপেক্ষা করে।’
কাসেম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র চায় না ইসরায়েলের জন্য হুমকি হতে পারে, এমন কোন অস্ত্র লেবানন সেনাবাহিনীর কাছে থাকুক।
তিনি দাবী করেন, হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি। তিনি প্রশ্ন করেন ‘যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয়, তাহলে লেবাননকে কে রক্ষা করবে?’