অর্থনীতি

ব্যক্তি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

২০২৫-২৬ করবর্ষ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৩ আগস্ট) জারি করা এক আদেশে জানানো হয়, নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব সাধারণ ব্যক্তি করদাতাকে এনবিআরের ওয়েবসাইট (http://www.etaxnbr.gov.bd) ব্যবহার করে রিটার্ন দাখিল করতে হবে।

তবে চার ধরনের করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়:

ক। ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ করদাতা

খ। শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্র সাপেক্ষে)

গ। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক

ঘ। মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

তবে এদের কেউ ইচ্ছা করলে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া, অনলাইন সিস্টেমে কোনো কারিগরি সমস্যার কারণে যদি কোনো করদাতা সময়মতো রিটার্ন দাখিল করতে না পারেন, সেক্ষেত্রে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট কর অফিসে লিখিত আবেদন করে ব্যাখ্যা দিতে হবে। উপযুক্ত কারণ থাকলে এবং অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের স্বাক্ষরিত এই নির্দেশনায় সরকারি-বেসরকারি সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানাতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থায় স্বচ্ছতা আনা, হয়রানি কমানো এবং করসেবা আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্যক্তি #করদাতাদের #অনলাইনে #রিটার্ন #দাখিল #বাধ্যতামূলক