বিনোদন

কেটি-ট্রুডোর প্রেমের গুঞ্জনে সরগরম নেটদুনিয়া!

বিনোদন ডেস্ক

পপ দুনিয়ার সুপারস্টার কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো- দুজনই নিজ নিজ অঙ্গনে তুমুল আলোচিত। কিন্তু এবার তাদের একসঙ্গে দেখা যাওয়া নিয়ে আলোচনার ঢেউ উঠেছে একেবারে অন্য কারণে।

সম্প্রতি কানাডার মন্ট্রিয়লের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় একান্ত নৈশভোজে দেখা গেছে তাদের দু’জনকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন, সমালোচনা আর জল্পনা-কল্পনা।

বিশ্ববিখ্যাত ট্যাবলয়েড টিএমজেড-এর এক প্রতিবেদনে জানানো হয়, মন্ট্রিয়লের অভিজাত রেস্টুরেন্ট ‘লে ভায়োলিনে’-তে কেটি পেরি ও ট্রুডো একসঙ্গে সময় কাটান। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তারা উপভোগ করেন ককটেল, লবস্টারসহ নানা সুস্বাদু পদ।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ছিলেন ট্রুডোর কথায় এতটাই মগ্ন যে টেবিলের ওপর ঝুঁকে কথোপকথনে অংশ নিচ্ছিলেন। এমনকি খাবার শেষে তারা দুজন রেস্তোরাঁর রান্নাঘরে গিয়ে নিজ হাতে কর্মীদের ধন্যবাদ জানান- যা অনেকেই দেখছেন ‘ব্যক্তিগত রুচি ও ঘনিষ্ঠতার প্রকাশ’ হিসেবে।

এদিকে কেটি পেরি বর্তমানে কানাডায় কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পর তার পারফর্ম করার কথা রয়েছে অটোয়াতেও। ব্যক্তিগত জীবনে কিছুদিন আগেই দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। প্রায় এক দশক ধরে একসঙ্গে থাকা এই তারকা জুটির একটি কন্যা সন্তান রয়েছে—ডেইজি ডাভ। বিচ্ছেদের পরও তারা সন্তানকে ঘিরে পারিবারিক বন্ধন অটুট রাখছেন বলে জানান ঘনিষ্ঠ সূত্রগুলো।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তিন সন্তানের জনক ট্রুডো তখন বলেছিলেন, “আমরা সবসময়ই ভালো বাবা-মা থাকব, একে অপরের প্রতি সম্মান রেখে।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কেটি পেরি #জাস্টিন ট্রুডো