বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। দম্পতি যুগলের সম্পর্ক ২০২১ সালে বিয়েতে পরিণতি পায়। এখনও তাদের সম্পর্ক অটুট রয়েছে। তিন বছরের মধ্যে তাদের সম্পর্কের মাঝে বিচ্ছেদের কোনও গুঞ্জন শোনা যায়নি।
তাদের সুখী দাম্পত্যের মূল শক্তি হলো একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস, যা তারা বারবার প্রমাণ করেছেন।
সম্প্রতি একটি পডকাস্ট শোতে নিজেদের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন ক্যাটরিনা কাইফ। অভিনেতা আরবাজ খানের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, "আমি কখনোই কাউকে বিনা অনুমতিতে ফোনে প্রবেশ করতে দিই না, এমনকি তা আমার স্বামীও হলে না। প্রত্যেকের কিছু ব্যক্তিগত জায়গা থাকা উচিত, এবং সেই জায়গার সম্মান করা প্রয়োজন।"
ভিকি কৌশলও তার স্ত্রী সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, "ক্যাটরিনা আমার কাজ মনোযোগ দিয়ে দেখে এবং একজন নিরপেক্ষ দর্শক হিসেবে আমাকে গঠনমূলক পরামর্শ দেয়। তার মতামত আমার জন্য অত্যন্ত মূল্যবান।"
ক্যাটরিনার কথাগুলো থেকেই স্পষ্ট যে, তাদের দাম্পত্য জীবনের মূলমন্ত্র হলো একে অপরের ব্যক্তিগত সীমানা ও পরিসরের প্রতি পূর্ণ শ্রদ্ধা। ভিকি কৌশলও তার স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেন এবং সেটি অনুসরণ করেন। তাদের সম্পর্কের এই সমন্বিত, শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি যে শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং, পেশাগত ক্ষেত্রেও সঠিক তা স্পষ্ট।
এসকে//