বিনোদন

মানুষ এখনও এআই ছবি চিনে না : সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

শোবিজ অঙ্গনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক যেন থামছেই না। গেল এক বছরে বিশেষ করে দেশের নারীশিল্পীরা এ সমস্যার মুখোমুখি হচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায়। অনেক তারকাই এই বিষয়ের ওপর প্রতিক্রিয়া জানিয়েছেন।  এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া আয়মানও। 

বিষয়টি মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সাদিয়া তার মতামত তুলে ধরেন এবং ভক্তদের সচেতন থাকতে আহ্বান জানান।  

স্ট্যাটাসে লেখেন, “কিছু পেজ আছে যারা সেলেব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি তৈরি করে।  আমার ধারণা তারা আমার ছবি তৈরি করে বেশি আনন্দ পায়। হ্যাঁ, সম্ভবত তারা এটা থেকে আয়ও করে।  তবে এতে যে তাদের মানসিকতা ফুটে ওঠে সেটি অনেকটা নিচু ও সস্তা।”

সাদিয়া আরও বলেন, “এটা যে কতটা অদ্ভুত।  ২০২৫ সালে এসেও মানুষ কীভাবে এআই ছবি চিনতে পারে না! তারা সেই ভুয়া ছবি বা ভিডিও দেখে আসল বলে বিশ্বাস করে মন্তব্য করে!”

অভিনেত্রী তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, “এখন সময় এসেছে সচেতন হওয়ার! এসব এআই-এডিটেড ছবি বা ভিডিওকে সত্যি বলে বিশ্বাস করবেন না। আল্লাহর দোহাই, এগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না।”

ফেসবুক স্ট্যাটাসে সাদিয়া পরিশেষে আরও বলেন, “আমার একান্ত অনুরোধ, যদি এমন কোনও ছবি বা ভিডিও দেখতে পান তাহলে পোস্ট এবং পেইজটি রিপোর্ট করে সরাসরি ব্লক করে দিন।  আমি অবশ্যই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাব এবং তারা পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাদিয়া আয়মান #আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স