বিনোদন

ভাঙনের দিনে বোনের ঢাল হয়ে নিঃশব্দে পাশে ছিলেন কারিনা

বিনোদন ডেস্ক

বলিউডের বুকে এক অনন্য দুই বোন- লোলো ও বেবো। একজন কারিশমা কাপুর, অন্যজন কারিনা কাপুর। রুপালি পর্দায় যেমন তারা তারকা, বাস্তব জীবনেও তেমনই দৃঢ়, আবেগী আর পারস্পরিক ভালোবাসায় জড়িয়ে থাকা দুই বোন। বলিউডের ঝলমলে জগতের আড়ালেও তাদের সম্পর্কটা অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি গভীর। সেই প্রমাণ মিলেছে একাধিকবার, তবে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল ২০১৬ সালের সেই কঠিন সময়ে, যখন কারিশমা কাপুরের জীবনে নেমে এসেছিল ঘন অন্ধকার।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সেই পুরনো অধ্যায়। কারণ কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি, গলায় মৌমাছি আটকে যাওয়ায় শ্বাসকষ্ট থেকেই ঘটে দুর্ঘটনাটি। তবে মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে সঞ্জয়-কারিশমার টালমাটাল দাম্পত্য জীবন।

২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়ায় ছিলেন কারিশমা কাপুর। তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে বলিউডজুড়ে গুঞ্জনের ঝড় উঠেছিল। মিডিয়ার চোখে, ক্যামেরার ফ্ল্যাশে, সামাজিক চাপের মধ্যে বোন কারিশমা তখন যেন একা এক যুদ্ধ লড়ছিলেন। সে সময় কারিনাকে একাধিকবার সাংবাদিকেরা এই নিয়ে প্রশ্ন করলেও, মুখে কুলুপ এঁটে ছিলেন বেবো।

কারিনার নীরবতা কোনো দূরত্ব নয়, বরং ছিল এক গভীর সম্মানের প্রতিচ্ছবি। তিনি কখনোই মিডিয়ার সামনে বোনের ব্যক্তিগত জীবন নিয়ে নাটকীয়তা করেননি। বরং একসময় খুব সংক্ষেপে বলেছিলেন, "এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি আর কারিশমা এ নিয়ে কখনো কথা বলিনি। আমি কীভাবে আমার বোনের পাশে থাকব, সেটা নিয়ে অন্য কেউ কেন ভাববে?"

তিনি আরও বলেন, “কারিশমা একজন তারকা, তাই ওকে নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক। কিন্তু মানুষ যা বলছে, তার কতটুকু সত্যি সেটা কেউ জানে না। আমি পুরো বিষয়টিকে শ্রদ্ধা করি।”

বাবা রণধীর কাপুর সেই সময় মুখ খুললেও, বেবো ছিলেন একদম অনড়। হয়তো মিডিয়ার সামনে কিছু না বললেও, কারিশমার পেছনে ছায়ার মতো থেকেছেন তিনি। যেমনটা একটি সত্যিকারের ভালোবাসার সম্পর্কেই হয়—যেখানে পাশে থাকা মানেই কথা বলা নয়, বরং প্রয়োজনের সময় নীরব উপস্থিতি।

আজ, যখন পুরনো সেই গল্পগুলো আবার আলোচনায়, তখন ফের স্পষ্ট হয়-মবলিউডের সবচেয়ে স্টাইলিশ দুই বোন শুধু ফ্যাশনের প্রতীক নন, তারা পারিবারিক বন্ধনেরও এক অসাধারণ উদাহরণ। বাস্তব জীবনের এই ‘বেবো ও লোলো’ গল্প আজও বলে দেয়- জীবনের টানাপোড়েনে কেউ একজন নীরবে পাশে থাকলেই সেটা অনেক বড় আশ্রয় হয়ে ওঠে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কারিশমা কাপুর #কারিনা কাপুর