রাজধানীর মোহাম্মদপুরে এক গণমাধ্যমকর্মীকে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীরা আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিকের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়। থানায় অভিযোগ দিতে গেলে সেখানেও ভোগান্তির শিকার হন বলে অভিযোগ ভুক্তভোগীর।
জানা যায়, ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ছিনতাইয়ের ঘটনা জানান। ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি নিজের মোবাইল ফোন দেখিয়ে ভুক্তভোগীকে বলেন, ‘আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!’
ভুক্তভোগী ওয়াদুদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার সস্ত্রীক বাসায় ফিরছিলেন। এক পর্যায়ে একাধিক ছিনতাইকারী এসে চাপাতি দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে নেয়।
তিনি জানান, ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে যায় এবং চাপাতি দিয়ে সামান্য আঘাত করে। তবে তার স্ত্রী অক্ষত ছিলেন।
ঘটনার পরপরই ভুক্তভোগী ও তার স্ত্রী মোহাম্মদপুর থানায় যান। ডিউটি অফিসার এসআই জসিমের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি প্রথমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং অভিযোগ লেখার লোক নেই বলে জানান।
পরে ভুক্তভোগী নিজেই অভিযোগ লিখে। তবে তার কোনো কপি দেওয়া হয়নি। তাকে এএসআই আনারুলের সাথে ফোনে কথা বলতে বলা হয়, যিনি ঘটনাস্থলে যেতে পারবেন।
ভুক্তভোগী তাৎক্ষণিক পদক্ষেপের অনুরোধ জানালে এসআই জসিম তা সম্ভব নয় বলে জানান এবং ছিনতাইকারীদের ঘটনাস্থলে পাওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন। এরপর ভুক্তভোগী ওসি ইফতেখার হাসানের কক্ষে যান। ওসি তার দামী ফোন ব্যবহার নিয়ে মন্তব্য করেন এবং এএসআই আনারুলের সাথে যোগাযোগ করে তাকে বাসস্ট্যান্ড মোড়ে অপেক্ষা করতে বলেন।
অবশেষে ৪০ মিনিট এএসআই আনারুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে ছিনতাইকারীদের বসে থাকতে দেখা যায়। ভুক্তভোগী ছিনতাইকারীদের দেখিয়ে দিলেও এএসআই আনারুল তাদের ধরতে এগিয়ে যাননি। পুলিশসহ তাদের দেখে ছিনতাইকারীরা ধীরে ধীরে সরে যায়। পরে এএসআই আনারুল ভুক্তভোগীকে জানান, রাতে অভিযান চালানো হবে এবং তাদের বাসায় চলে যেতে বলেন।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীর সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মোহাম্মদপুর থানার দুই সদস্যকে ক্লোজ করা হয়েছে।’