দেশজুড়ে

৪ দিন পর সাগর থেকে উদ্ধার ১৮ জেলে

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ভেসে থাকা ‘হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার ও তাতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (২৩ জুলাই) নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিয়মিত টহলকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ মহেশখালী দ্বীপ থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় ট্রলারটি দেখতে পায়। এ সময় জেলেরা বিপদ সংকেত প্রদর্শন করলে জাহাজটি তাদের কাছে পৌঁছে যায়।

এসময় জেলেরা নৌ সদস্যদের জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চার দিন ধরে তারা গভীর সাগরে ভাসমান ছিলেন। তাদের খাদ্য ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে যায়। নৌ সদস্যরা তাৎক্ষণিকভাবে জেলেদের খাবার, পানি সরবরাহ ও জরুরি চিকিৎসা দেন। পরে ট্রলারসহ ১৮ জেলেকে নিরাপদে কুতুবদিয়া উপকূলে নিয়ে আসা হয়। বর্তমানে সবাই সুস্থ আছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ভোলা জেলার মনপুরা এলাকা থেকে এক সপ্তাহ আগে মাছ শিকারের উদ্দেশ্যে তারা সাগরে গিয়েছিলেন। তারা জীবন বাঁচানোয় এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #মহেশখালী #নৌবাহিনী #বাংলাদেশ নৌবাহিনী #জেলে উদ্ধার