বিনোদন

মাইলস্টোনে উৎসুক জনতার ভিড়, ক্ষোভ ঝাড়লেন তাশরিফ

বিনোদন ডেস্ক

রাজধানীর উত্তরা যেন সোমবার দুপুরে পরিণত হয়েছিল এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় পুরো ভবনে।

প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় শতাধিক মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

যেখানে গোটা দেশ কাঁদছে এমন এক ভয়াবহ ঘটনায়, সেখানে কিছু মানুষের ‘কনটেন্ট তৈরির উৎসব’ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সমাজকর্মী তাসরীফ খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট।”

তার এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্যে জানান, মানবতা আজ কোথায় গিয়ে ঠেকেছে!

তাসরীফ আরও বলেন, সমাজের অসংবেদনশীলতা আমাদের ভয়াবহ এক সংকেত দিচ্ছে, যেখানে মৃত্যু আর কান্নাও বিনোদনের অংশ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাণহানির পরিমাণ রোধ করা যায়নি।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোনে #উৎসুক #জনতার #ভিড় #ক্ষোভ #ঝাড়লেন #তাশরিফ # #