জাতীয়

সিঙ্গাপুর থেকে রাতেই ঢাকায় আসবেন ডাক্তার ও নার্স

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি বিশেষ চিকিৎসক দল ঢাকায় আসছে।

মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিঙ্গাপুর থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট এবং দুজন নার্স আজ রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।

অধ্যাপক আবু জাফর বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসার জন্য যথাযথ সব প্রস্তুতির নির্দেশ দিয়েছে। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রথম দল আজ রাতে ঢাকায় আসবে। তারা বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা ও অবস্থা মূল্যায়ন করবেন। এরপর সিঙ্গাপুরের চিকিৎসকরা নির্ধারণ করবেন, কতোজনের উন্নত চিকিৎসার প্রয়োজন।"

তিনি আরও জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যদি কোনো রোগীকে বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়, তবে সরকার তা ব্যবস্থা করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দুর্ঘটনার পর থেকেই প্রধান উপদেষ্টার দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর একটি মেডিকেল টিম গঠন করেছে। এই টিমের সদস্যরা বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করছেন।

তিনি সাফ জানিয়ে দেন, "আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য মেনে নেওয়া হবে না। সরকারের উচ্চ মহল থেকে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুতি সম্পন্ন করেছে।"

সূত্র: বাসস

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন স্কুল এন্ড কলেজ #সিঙ্গাপুর #চিকিৎসক দল