আইন-বিচার

উত্তরায় বিমান বিধ্বস্ত

দুপুরের পর বন্ধ থাকবে বিচার কাজ

বায়ান্ন প্রতিবেদন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার (২২ জুলাই)  দুপুরের পর থেকে হাইকোর্টে বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ দিন সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 

দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জন শিশুই। এ ছাড়া আহত হয়ে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ #বিমান বিধ্বস্ত #হাইকোর্ট