ক্রিকেট

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পাকিস্তানের দেয়া ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় পায় লিটন দাসের দল।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

 মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম।তিনে নেমে আজ ব্যর্থ লিটন দাস। বাংলাদেশ অধিনায়কও করেছেন এক রান।

৭ রানে ২ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে সেই বিপদ সামাল দেন পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়। এই দুজনের ৭৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫৬ রান করায় প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের হয়ে তাসকিন ৩ এবং মুস্তাফিজুর নেন ২ উইকেট।

অপরদিকে পাকিস্তানের হয়ে সালমান মির্জা ২ এবং আব্বাস আফ্রিদি নেন ১ টি উইকেট।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ