বিনোদন

আহত হননি শাহরুখ, গুজবে সরগরম বলিউড

বিনোদন ডেস্ক

গতকাল বলিউডপাড়ায় গুঞ্জন রটেছিল—‘কিং’ সিনেমার শুটিং চলাকালে নাকি গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান! এমনকি চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রেও পাঠানো হয়েছে—এমন খবরও ছড়িয়ে পড়ে। কিন্তু টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এই খবরটি একেবারেই ভিত্তিহীন।

প্রতিবেদন অনুযায়ী, সত্যটা হলো—শাহরুখ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন ঠিকই, তবে কোনো শুটিং দুর্ঘটনার জন্য নয়। বরং দীর্ঘদিনের পুরোনো কিছু চোটের জন্য নিয়মিত যে চিকিৎসা ও ফলোআপ করতে হয়, তার অংশ হিসেবেই এবার তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

বলিউড বাদশাহর শরীরে আগে থেকেই কয়েকটি চোটের দাগ রয়েছে, যেগুলো মূলত বিভিন্ন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে লেগেছিল। মাঝে মাঝে সেই পুরোনো আঘাতগুলো আবার জ্বালাতন করে। তাই এবারও তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চেকআপ করাতে গিয়েছেন।

উল্লেখ্য, শাহরুখ খানের অসুস্থতা নিয়ে গুজব এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় তার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়েছে। একবার তো এমনও রটে যে, নাকি শুটিংয়ের সময় নাকে গুরুতর আঘাত পান তিনি এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য জানা যায়, সেটি ছিল একটি রুটিন অস্ত্রোপচার—শুটিংয়ের সঙ্গে যার কোনো সম্পর্কই ছিল না।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শাহরুখ খান