দেশজুড়ে

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- সোহাগ মিয়া (২৯) ও তার স্ত্রী ঝুমা আক্তার (১৯)। সোহাগ দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে এবং ঝুমা একই উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. রহিম উদ্দিনের মেয়ে।

বিষয়টি রোববার (২০ জুলাই) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতি এক বছর আট দিন আগে বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই কলহ চলছিল। রবিবার সকালে ঘর থেকে তাদের কোনও সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনও সাড়া না পাওয়ায় তারা পুলিশকে জানান।   

ওসি মাহমুদুল জানান,মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোণা #স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ