ঢাকাসহ আশপাশের আকাশে ভেসে বেড়াচ্ছে হালকা মেঘের দল, বাতাসে ভরপুর আর্দ্রতা। এরই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) সারাদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, যার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং গরমের অনুভূতি আরও প্রকট হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সব মিলিয়ে, রাজধানী ঢাকায় আজ সারাদিন থাকতে পারে গরম ও অস্বস্তিকর পরিবেশ।
এসি//