আন্তর্জাতিক

ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া চার শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে। এক রাতের এই নজিরবিহীন আক্রমণে কেঁপে ওঠে ইউক্রেনের খারকিভ, ক্রিভি রিহ, ভিনিৎসিয়া ও ওডেসা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস্’র  তথ্য অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) রাতে রুশ বাহিনী ৪০০টি ড্রোনের পাশাপাশি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও ২২ জন আহত হন। বিশেষ করে দোনেৎস্কের ডোব্রোপিলিয়ার একটি শপিং সেন্টার ও বাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, বিকেল ৫টা ২০ মিনিটে ৫০০ কেজি ওজনের একটি বোমা একটি ভবনে আঘাত হানলে সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের আটটি অ্যাপার্টমেন্ট ব্লক ও আটটি গাড়িও ধ্বংস হয়ে যায়।

এই হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা ড্রোন হামলা চালায় রাশিয়ার ভেতরে। ভোরোনেজ ও বেলগোরোদসহ বিভিন্ন শহরে হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা এক রাতেই ইউক্রেনের অর্ধশতাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ‘ভয়াবহ ও নির্বোধ রুশ সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।

এদিকে কূটনৈতিক অঙ্গনেও উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোতে হামলা না চালাতে সতর্কবার্তা দিয়েছেন।

তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও কিয়েভ জানিয়েছে, তারা শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার সম্মতির অপেক্ষায় আছে কিয়েভ, এবং তারা বিশ্বের যেকোনো স্থানে আলোচনায় বসতে রাজি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন #ড্রোন হামলা