গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরে আক্রমণ চালানো হয়। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাসদস্যরাও সেই হামলার লক্ষ্য হন।’
তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে আজকে যে ঘটনাটি ঘটল, এতে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে, আওয়ামী লীগের যে একটা মুজিববাদী সন্ত্রাসী, তারা যে জঙ্গি বাহিনীতে পরিণত হয়েছে, তারা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া বিশ্বাস করে না। আজকে তা আবার প্রমাণিত হলো।
এমএ//