দু’বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গের টালিউডে সফলভাবে কাজ করছেন তিনি। তার অভিনয় দক্ষতা, জনপ্রিয়তা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে বারবার সুযোগ পাওয়ার কারণে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।
তবে সম্প্রতি তার টালিউডে কাজ করা নিয়ে এক অন্যরকমের বিতর্ক সৃষ্টি হয়েছে।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। তিনি কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। জয়া আহসানসহ অন্যান্য বাংলাদেশি শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তিনি।
তিনি তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গের বাঙালিরা কি ঘুমিয়ে আছেন? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারলেও কেন জয়া আহসানকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেয়া হচ্ছে?
তিনি আরও বলেছেন, যদি বলিউড পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?
এদিকে জয়া আহসান বিভিন্ন নামী পরিচালক যেমন গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের পরিশীলিত দক্ষতা ও উপস্থিতি টালিউডে ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে এবার জয়া আহসানের সফল ক্যারিয়ার নিয়ে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।
উল্লেখ্য, জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মুক্তির আগ মুহূর্তে এই বিতর্কের প্রেক্ষিতে টালিউড উত্তাল হয়ে উঠেছে। তবে এই পরিস্থিতিতে টালিউডের অন্যান্য শিল্পী, পরিচালক এবং বাংলাদেশি শিল্পী মহল কি প্রতিক্রিয়া জানাবে, তা এখনও নিশ্চিত নয়।
এসকে//