আন্তর্জাতিক

পাল্টা হামলায় ৩০ ইসরাইলি বৈমানিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরান পাল্টা হামলা চালিয়ে ৩০ জন ইসরাইলি বৈমানিককে হত্যা করেছে। যা ইসরাইলের শাসন ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা।

ইরানে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমি দাবি করেছেন, ইরান-ইসরাইল যুদ্ধে শত্রুপক্ষের প্রধান উদ্দেশ্য ছিল ইরানে সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব পুনরায় ফিরিয়ে আনা।  তবে শত্রুপক্ষ তাদের লক্ষ্য পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 

কুমি আরও বলেন, এটি ইসরাইলের জন্য একটি বিশাল ঘটনা, যা তারা গোপন করেছে।  ১৩ জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধের সময় ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।  ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা করে।  যার মধ্যে ছিল নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহান।

ইরান এই হামলার প্রতিক্রিয়া হিসেবে বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এর আওতায় ইসরাইলের দখলকৃত শহরগুলোতে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল-উদেইদ সামরিক ঘাঁটিতে (যা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি মিসাইল হামলা চালায়।

উল্লেখ্য, গেল ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে গেলেও ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা এবং পাল্টা হামলা অব্যাহত থাকার আশঙ্কা রয়ে গেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল