আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার শেষ রেখাটুকুও মুছে গেছে: ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের যে সামান্য আস্থা ছিল, সেটিও সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের দীর্ঘ ইতিহাসের কারণে কখনোই ওয়াশিংটনের ওপর বিশ্বাস করে তারা কোনো আলোচনা করেনি। সাম্প্রতিক হামলার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ইরানী সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-আরাবি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন কেবল কূটনৈতিক প্রক্রিয়ার ওপরই আঘাত করেনি, বরং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ন্যূনতম আস্থাও চূর্ণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি- আমরা কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার ওপর ভিত্তি করে আলোচনা করিনি। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস সবারই জানা।’

ইসরাইলি হামলাকে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি হুমকি আখ্যায়িত করে বাঘাই বলেন, ‘ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার অর্থই হলো সমগ্র অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা চাপিয়ে দেয়া।’

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ইসরাইলি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার বিস্তার ঘটিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের এমন কড়া অবস্থান কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #যুক্তরাষ্ট্র #ইরান