ঢাকার সূত্রাপুরে গভীর রাতে এক আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের সবারই অবস্থা সংকটাপন্ন।
আহতরা হলেন ৪০ বছর বয়সী রিপন, তার স্ত্রী ৩৫ বছরের চাঁদনি, তাদের সন্তান তামিম (১৮), রোকন (১৪) এবং দেড় বছরের শিশু আয়শা।
রিপনের মামা জাকির হোসেন জানান, পরিবারটি সূত্রাপুরের কাগজিটোলায় সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে একটি ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে বাসাটি। আগুন ধরে যায় ঘরের ভেতর, ঝলসে যায় পাঁচজনের শরীর।
প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস লিক করে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিশু আয়শার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। রিপন ও রোকনের দেহের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ এবং তামিমের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলে তিনি জানান।
এমএ//