আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। একইসঙ্গে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আর কোনো নির্বাচনেই ব্যবহৃত হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ
বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, প্রবাসীদের জন্য প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট চালু করা হচ্ছে। এতে সব নির্বাচনী প্রতীকসহ ব্যালট পেপার প্রস্তুত করে নির্বাচনের দুই মাস আগেই তা বিদেশে পাঠানো হবে।
প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগের মতো কাগুজে পোস্টাল ব্যালট কার্যকর না হলেও, এই ডিজিটাল পদ্ধতিতে ভালো সাড়া মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সানাউল্লাহ।
ভোটাররা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং এর আগে তিন সপ্তাহব্যাপী প্রচারণাও চালানো হবে বলেও জানান তিনি।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ইভিএম চালু করা হলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। তাই এখন থেকে সব ধরনের নির্বাচনে ইভিএম পরিহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বাকি চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এমএ//