কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) সকালে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করে লাইফ গার্ড সদস্যরা। তবে এখনও খোঁজ মেলেনি নিখোঁজ অপর শিক্ষার্থী অরিত্র হাসানের।
এর এক দিন আগেই, মঙ্গলবার (০৮ জুলাই) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী—অরিত্র, আসিফ ও সাদমান রহমান পেচারদ্বীপ সৈকতে গোসল করতে নামেন। তখন প্রবল ঢেউয়ে ভেসে যান তারা। সেখান থেকে সাদমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন নিখোঁজ ছিলেন।
সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, ৫ বন্ধু কক্সবাজার ভ্রমণে এসেছিল। তাদের মধ্যে ৩ জন সৈকতে নামলে জোয়ারের তোড়ে সাগরে তলিয়ে যায়।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কক্সবাজারে বেড়াতে আসেন। পরে তারা হিমছড়ি সৈকতে গিয়ে সাগরে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তিনজন ভেসে যান। এদের মধ্যে প্রথম দিন সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও আসিফ আহমেদ ও অরিত্র নিখোঁজ ছিলেন।
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড দল উদ্ধার কার্যক্রম চালিয়ে যায়।
এমএ//