বিনোদন

ব্যাচেলর পয়েন্টের ৬ জনকে লিগ্যাল নোটিশ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি ছাড়াও অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এমনকি তাদের প্রোডাকশন হাউজ বুম ফিল্মস এর নামও সেখানে উল্লেখ রয়েছে। অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অশ্লীল সংলাপ, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির। 

মঙ্গলবার (০৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এ নোটিশটি পাঠান। 

নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর ১ থেকে ৮ পর্বে বেশ কিছু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজের জন্য ক্ষতিকর’। বিশেষ করে কিশোর এবং তরুণদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ধরনের সংলাপগুলো, যেমন ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’  ইত্যাদি, নৈতিক মূল্যবোধের পরিপন্থী এবং শালীনতার ধারণার বিরোধী। এছাড়া নাটকের এই সংলাপগুলো শুধু সামাজিক শালীনতাই নয় বরং, নারীদেরও অবমাননা করছে বলে দাবি করা হয়েছে।   

এদিকে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, এটি এখন সব বয়সী দর্শকদের জন্য তৈরি করা হচ্ছে। কিন্তু নোটিশে তার এই বক্তব্যকে খণ্ডন করে বলা হয়েছে নাটকের উপস্থাপন এবং ভাষা পরিবারের জন্য উপযুক্ত নয়। বরং, এতে সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মান দেখানো হয়েছে।

আইনজীবী মহি উদ্দিন নোটিশে উল্লেখ করেছেন, ২০১৪ সালের জাতীয় সম্প্রচার নীতিমালা এবং ২০১৭ সালের জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী, শিশু ও কিশোরদের মানসিক গঠনে ক্ষতিকর কনটেন্ট প্রচার করা অপরাধ।

তিনি নোটিশে আরও জানান, এই নাটকের বিতর্কিত সংলাপগুলো দ্রুত অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে হবে এবং যদি তা না করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ #লিগ্যাল নোটিশ